একসঙ্গে এতগুলো নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে একযোগে হত্যার ঘটনাটি প্রমাণ করল যে ইরান নিজেদের সেনাপ্রধান, বিজ্ঞানী ও সেনা কর্মকর্তাদের এমন শত্রুর হাত থেকে রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে, যারা কি না এসব ব্যক্তিকে বহু বছর ধরেই হত্যার পরিকল্পনা করছিল।
অনেকটা সন্ত্রাসী কায়দায় ইসরায়েলি কর্মকর্তারা গতকাল হুমকি দিয়ে বলেছেন, ইরানের শীর্ষ নেতাদের নির্মূল করার এই অভিযান অব্যাহত থাকবে।
প্রথমে কথা বলা ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানান, ইরানের দ্বিতীয় স্তরের যেসব কমান্ডার ও শাসনব্যবস্থার কর্মকর্তাদের ইসরায়েল হত্যা করতে পারে বলে মনে করা হচ্ছে, তাদের হুমকি দিয়ে বার্তা পাঠিয়েছে মোসাদ।
কেউ দরজার নিচ দিয়ে চিঠি পেয়েছেন, আবার কেউ ফোনকল পেয়েছেন কিংবা কারও স্ত্রীকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। এই বার্তাগুলোর লক্ষ্য ছিল পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া যে মোসাদ জানে, ওই কর্মকর্তারা কে কোথায় আছেন এবং তাঁরা মোসাদের নাগালেই আছেন।
মোসাদের এই হুমকিকে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিহত ইরানি নেতাদের উদ্দেশে লিখেন, ‘তাঁরা সবাই এখন মৃত’। এরপর তিনি ইরানকে সতর্ক করেন, যদি তাঁরা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা বন্ধ না করেন, তবে আরও ভয়াবহ হামলা আসবে।