এ সম্পর্কে জানতে হাকিম ব্যাপারীকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাঁকে পাওয়া যায়নি। তবে এ সংঘর্ষের ঘটনাকে ব্যক্তিগত বিরোধ হিসেবে উল্লেখ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর রহমান। তিনি বলেন, ‘হাকিম ব্যাপারী অনেক আগে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে আওয়ামী লীগের আমলে যুবলীগ করেছেন। এখন যদি তিনি বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম বা আধিপত্য বিস্তার করেন—এ দায় তাঁর নিজের; বিএনপি তাঁর সঙ্গে নেই। আমরা জানি, হাকিম ব্যাপারী বালু ব্যবসাসহ নানা ইসুতে এলাকায় প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ান। এগুলো সবই তাঁর ব্যক্তিগত বিরোধ।’
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আবার সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।